নিউজ ডেস্ক:-
ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা। এমন ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন জেলার সুধী সমাজ।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার আমবালা দাখিল মাদ্রাসায় নির্দিষ্ট সময়ের আগে প্রায় মাদ্রাসা বন্ধ করে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।পরে খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায়, ঠিক নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মাদ্রাসার অফিস সহকারি জামিরুল ইসলাম। অথচ সরকারি বিধি মোতাবেক আমবালা দাখিল মাদ্রাসা সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকার কথা (মঙ্গলবার ২২শে নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর ১.৩০ টার মধ্যেই আমবালা দাখিল মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা বন্ধ করে বাড়ি ফেরার পথে মাদ্রাসা মাঠে দেখা হয় সহকারী সুপার মুসলিম উদ্দিন এর সাথে পরে নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা বন্ধ হওয়ার বিষয়ে সহকারী সুপারের কাছে জানতে চাওয়া হলে তিনি অস্বীকৃতি জানান। পরে সাংবাদিকদের উপর চড়াও হয়ে বিভিন্ন হুমকি হুমকি দিতে থাকেন, এক পর্যায়ে আমবালা মাদ্রাসার অফিস সহকারি জামিরুল ইসলাম। কোন কিছু বুঝে ওঠার আগেই অত মাদ্রাসার কর্মচারী৷ মোঃ আবির হোসেন কে ডাক দেয় সাংবাদিকরা সংবাদ করে দিবে এই বলে সহকারী সুপার মুসলিম উদ্দিন, আবির হোসেন, জামিরুল ইসলাম মিলে সাংবাদিকদের উপর হামলা চালায়।
সাংবাদিকদের কাছে থেকে ছিনিয়ে নেয় ক্যামরা ও মোবাইল। এরপর ঐ তিনজন কর্মচারী আমবালা দাখিল মাদ্রাসা সুপার ওয়ারেশ হুজুর কে ডেকে নিয়ে এসে সাংবাদিকদের হামলার ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন তালবাহানা শুরু করেন।
ঘটনাস্থল থেকেই জানানো হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লা কে,।
পরবর্তিতে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক বাদল হোসেন সাংবাদিকদের আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
এই ঘটনার জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়ে , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যেতে পারে সাংবাদিকদের উপর হামলা করা এটা দুঃখজনক, মাদ্রাসার কর্মচারিরা সাংবাদিকদের হামলা করা এটা ঠিক হয়নি এইটা মোটেও কাম্য নয়। বিষয় টা আমি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা আমি নেব।
এই বিষয়ে আমবালা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম জানতে চাওয়া হলে তিনি বলেন ঘটনাটা শুনেছি।বিষয়টা দুঃখজনক এটা করা ঠিক করেনি, বিষয়টা আমি দেখাব।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির
জানান, সাংবাদিকদের উপর হামলা বিষয়টা দুঃখজনক,নির্দিষ্ট সময়ের আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এটা অনিয়ম, অভিযোগ পেলে প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো
পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিকদের উপর হামলা এটা দুঃখজনক এটা কারোই কাম্য নয় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।