বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্দোগে আলোচনা অনুষ্ঠিত
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
জাতিকে মেধাশূন্য করতে এদেশী দোসররা
জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিলো
জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য বাবু শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চূড়ান্ত বিজয়ের পূর্ব মূহুর্তে ৭১’র ১৪ ডিসেম্বর কালো রাত্রে এদেশী রাজাকাররা হানাদার বাহিনীকে নিয়ে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিলো। তাই স্বাধীনতার ৪৫তম বর্ষপূর্তির এই দিনে জাতির প্রত্যাশা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত রাজাকার আলবদর, আল শামস্ সহ সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করে জাতিকে কলংকমুক্ত করতে তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ১৪ ডিসেম্বর ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর জাপা সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জ্যাকির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান খাঁন, কামরুজ্জামান পল্টু, নগর স্বেচ্চাসেবক পার্টি আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, সদস্য সচিব এম আজগর আলী, নগর জাপা নেতা রেজাউল করিম রেজা, চান্দগাঁও থানা জাপা আহ্বায়ক সামশুল আলম মেম্বার, কোতোয়ালী থানা সদস্য সচিব ইউনুছ আলকরণী, বন্দর থানা আহ্বায়ক হাজী আকবর সদস্য সচিব শেখ আবদুল কাদের, বাকলিয়া থানা সদস্য সচিব নুরুল আজিজ সওদাগর, বায়েজিদ থানা সদস্য সচিব মোঃ ইব্রাহিম, ইপিজেড থানা সদস্য সচিব িিরয়াজ উদ্দিন, পতেঙ্গা থানা যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা জুজু, হালিশহর থানা যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দীন, কোতোয়ালী থানা যুগ্ম আহ্বায়ক চন্দন চক্রবর্ত্তী, সদর ঘাট থানা যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন জীবন, চকবাজার থানা সদস্য সচিব শওকতুল ইসলাম, নগর কৃষক পাটি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, নগর প্রজন্ম পার্টি সদস্য সচিব কাজী নিজাম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, যুব নেতা ইমদাদুল ইসলাম চৌধুরী, বাহাদুর হক শাহ্, মোঃ মানিক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।