- মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হলো প্রীতি ফুটবল ম্যাচ।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আজ বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম জেলা পুলিশ ও আরআরএফ, চট্টগ্রাম এর মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ ২-১ গোলে আরআরএফ, চট্টগ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা। চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম জেলা পুলিশ ও আরআরএফ, চট্টগ্রামের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ ম্যাচটি উপভোগ করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।