নিজেস্ব প্রতিবেদক|মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরের ভৈরব নদীতে ১৫০০ শত বর্গ মিটার মাছ ধরার নতুন পদ্ধতি দোয়াড়ি আকৃতির চায়না গিটি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলাে পুড়িয়ে ফেলা হয়।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে জালগুলাে জব্দ করা হয়।

মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দক্ষিণপাড়া মসজিদের সামনে ভৈরব নদীতে পেতে রাখা সমস্ত জাল জব্দ করেন উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা। এসময় মুজিবনগর থানা পুলিশের একটিদল উপস্থিত ছিল।

মুজিবনগর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা মৎস্য অফিসের লিফ জিয়াউর রহমান ও আনিছুর রহমানের তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আহসান হাবিবসহ উপজেলা মৎস্য বিভাগ ভৈরব নদীতে অভিযান পরিচালনা করে এ সমস্ত নিষিদ্ধ জাল পানির নিচে পাতা অবস্হায় স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করা হয়। কিন্তু জালের মালিককে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ি নিষিদ্ধ উদ্ধারকৃত ১৫০০ বর্গমিটার জাল জনসম্মুখে পুড়িয়ে বিনিষ্ট করা হয়