- রূপগঞ্জে কৃষি জমি রক্ষার দাবীতে কৃষকদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলায় আহত ২৫
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইকোর্টের নির্দেশ অমান্য করে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন, ভোলাবো, দাউদপুর ইউনিয়ন , রূপগঞ্জ ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার কৃষি জমি রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে দেশীয় অস্ত্রসহ ভূমিদস্যুদের নির্দেশনায় হামলা করেছে সন্ত্রাসীরা। গতকাল ৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার মঠের ঘাট এলাকায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটায়। সন্ত্রাসীসের হামলায় আন্দোলনরত বৃদ্ধ যুবকসহ কমপক্ষে প্রায় ২০/২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্যতা প্রকাশ করে সন্ত্রাসী হামলার বিচার ওকৃষি জমির রক্ষার দাবিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ধসঢ়; নুসরাত জাহান মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি দখলে নিচ্ছে ভুমিদস্যূরা। পরে রাতের আধারেই বালু ফেলে ভরাট করছে কৃষি জমি। অথচ কৃষি জমিতে বালু ভরাট এবং কৃষি জমি থেকে মাটি কাটা সম্পুর্ণ নিষিদ্ধ। এসময় কৃষকদের পক্ষে সাবেক সেনা সদস্য মানিক আহমেদ বলেন, কৃষি জমি রক্ষার দাবিতে মামলা করার পর কৃষি জমিতে বালু ভরাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অথচ হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিনিয়ত শতশত ড্রেজার বসিয়ে বালু ভরাট করছেবিভিন্ন আবাসন প্রকল্প। আর বালু ভরাটের প্রতিবাদ করলেই বিভিন্ন ভাবে হামলা-মামলার স্বীকার হচ্ছে নিরিহ কৃষক ও জমি মালিকরা। কৃষকদের পক্ষে বক্তারা আরো বলেন, ভুয়া দাতা বানিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা কৃষি জমি দখলে
নিয়েছে বিভিন্ন আবাসন প্রকল্প। নামে বেনামে গড়ে উঠা এসকল আবাসন প্রকল্পের অবৈধ দখল বানিজ্যের কারণে নিঃশ্ব হয়েছেন হাজারো কৃষক। রূপগঞ্জের কৃষি জমির রক্ষার দাবীতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি চেয়েছে ভুক্তভোগীরা।
কৃষকদের সাথে একাত্যতা প্রকাশ করে রূপগঞ্জ উপজেলা র্বাহী কর্মকর্তা শাহ্ধসঢ়; নুসরাত জাহান বলেন, কৃষক ও জমি মালিকদের দাবি যৌক্তিক। কৃষি জমিতে বালু ভরাট ও কৃষি জমি থেকে মাটি কাটা সম্পুর্ণ নিষিদ্ধ। মামলার রিট অনুযায়ী আগামী দুই মাস কোন প্রকার ফসলি জমিতে বালু ভরাট ও মাটি কাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমি সেই লক্ষ্যেই কাজ করে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।