ভোটার হালনাগাদ; সুযোগ থাকছে সংশোধনের!
এবার ভোটার তালিকা হালনাগাদের সময় পূরণ করা তথ্যের কপি সরবরাহ করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। নিবন্ধন কেন্দ্র থেকে প্রথমবারের মতো এ কপি পাবেন নাগরিকরা। এতে নিজের নাম-জন্মতারিখ ঠিক আছে কিনা যাচাই করা যাবে। এরপর স্বাক্ষর করে দিলে সে অনুযায়ী জাতীয় পরিচয় পত্র (এনআইডি) প্রিন্ট হবে। ফলে পরবর্তীতে ‘ভুল হয়েছে’ বলার সুযোগ সীমিত হয়ে যাবে। নির্বাচন কমিশনের […]