স্বাধীনতার শেকড় সন্ধানে যশোরে শুরু হচ্ছে থিয়েটার ক্যানভাসের নাট্যাভিযান
স্বাধীনতার শেকড় সন্ধানে যশোরে ১৫ জুন থেকে শুরু হচ্ছে থিয়েটার ক্যানভাস’র নাট্যাভিযান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের ৫০টি গণহত্যা ও যুদ্ধ জয়ের স্থানে ৫০টি নাটক নির্মাণ ও প্রদর্শন করা হবে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নাট্যাভিযানের তথ্য উপস্থাপন করা হয় । এতে লিখিত বক্তব্যে ‘থিয়েটার […]