এচলতি সময়ের জনপ্রিয় এবং ব্যস্ত নায়কদেরকজন হলেন বাপ্পী চৌধুরী। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয় করতে গিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন ছবিতে। এটির নাম ‘জয় বাংলা’। পরিচালনা করছেন কাজী হায়াৎ।
এরই মধ্যে ছবিটির প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, সাংবাদিকতায় আমি উচ্চাশিক্ষা গ্রহণ করেছি। তবে সেটির প্রয়োগ ঘটাতে পারিনি বাস্তব জীবনে। কিন্তু অভিনয় করতে গিয়ে সেই পরিচয় সার্থক করেছি। চরিত্রটি বেশ উপভোগ্যই। কারণ যিনি এ ছবির গল্প তৈরি করেছেন তিনিও প্রখ্যাত শিক্ষাবিদ। সব দিক থেকেই ছবিটি দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করছি।
এদিকে এই অভিনেতার দুটি ছবি সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। এছাড়া হাতে রয়েছে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবংআশরাফ শিশিরের ‘৫৭০’। এছাড়া কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন শিগগিরই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।