শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার ১৫ মার্চ বিকালে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমেদ বাবু।
অনুষ্ঠানে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫০ জনকে হতদরিদ্র ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।