সাকিব হাওলাদার, ডাসার মাদারীপুরঃ মাদারীপুরের ডাসারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।


একদিকে শ্রমিক সংকট অপরদিকে ঝড়-বৃষ্টি।ফসল কিভাবে ঘরে তুলবে এই নিয়ে চিন্তিত সাধারণ খেটে খাওয়া কৃষক। এসময় ‍অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ডাসার উপজেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।এরই ধারাবাহিকতায় ডাসার উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

শনিবার (৬ মে) উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা গ্রামের কৃষক মোবারক শেখের ২০ শতাংশ জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে ডাসার উপজেলায় ধান কাটা কর্মসূচি পালন করেন ডাসার উপজেলা ছাত্রলীগ।এতে কৃষক মোবারক শেখ ডাসার উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনেক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সদস্যরা অসহায় কৃষকের ঘরে ধান কেটে তুলে দিচ্ছেন।যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব।আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি।

ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান জানান,দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা।আমি ডাসার উপজেলা ছাত্রলীগেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি তারা স্ব-স্ব উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমার ডাসার উপজেলা ছাত্রলীগকে সাথে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।’