জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের পৌরউদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি জহির মোস্তফা মুন্নু,ফজলু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ,সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ-প্রচার সম্পাদক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিত সরকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির দাস, নুরু সিকদার, মামুন, এরশাদ,ইমনসহ, জেলা-উপজেলা-শহর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক ঘটনাটি ঘটে।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।