এস এম তাজাম্মুল, মনিরামপুরঃ মৃত্যু সকলের অবধারিত কিন্তুু আসার সময় হতে না হতে যদি যাবার সময় হয়ে যাই তাহলে এর মত হৃদয় বিদারক আর কিছু নাই। বলছি যশোরের মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ভরতপুরবাসী আবু তাহেরের এক মাত্র ছেলে সন্তান মোঃআবু তাওহীদের কথা।

সূতমতে জানা যায়, গরীবের ঘরে জন্ম নেওয়া আবু তাহেরের এক মাত্র ফুটফুটে ছেলে সন্তান আবু তাওহীদের (৩) হার্টের সমস্যা,কে জানে এমন নির্ঘুম অন্ধকার নেমে আসতে পারে গরীবের ঘরে। অবাক করা বিষয় হলো সাধারণ মানুষের হার্ট থাকে বাম পাশে কিন্ত এই অবুঝ শিশুর হার্ট ডান পাশে।

কিন্তু সে সুস্থ না ডান পাশে হার্টের উপর হাত রাখলে বুঝতে পারা যাই মৃত্যু কত নিকটে,কিছু দিন আগে হার্ড চেকআপের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় ডাক্তার বলেন অপারেশন করতে হবে প্রায় ২ লক্ষ টাকা খরচ হতে পারে,অপারেশন না করলে যে কোন সময় হঠাৎ করে জীবন বাতি নিভে যেতে পারে।

তখন থেকে অর্থ যোগাড়ের তাগিদে মা খাদিজা ও বাবা তাহের বিভিন্ন মহলে ছুটাছুটি শুরু করেন কিন্তু কোন ভাবেই টাকা ম্যানেজ করতে পারছেন না।

আবু তাওহীদের মা ও বাবা সমাজের বিত্তবানসহ সমস্থ্য শ্রেনীর মানুষের কাছে সাহায্যের আবেদন করে তাদের ০১৯০৮৯২২১৫২

নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে।

 

 

 

কলমকথা/ বিথী