শৈত্যপ্রবাহ ছাড়াই রাজধানীসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে। এর পর আবার কিছুটা কমবে তাপমাত্রা। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আবহাওয়াবিদরা তাকে শৈত্যপ্রবাহ হিসেবে উল্লেখ করেন।
বর্তমানে শুধু শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। ওই এলাকায় গতকাল রোববার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে যায় বলে এমনটি হচ্ছে।’ তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বলেন, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। ৪-৫ জানুয়ারি ওই ঘূর্ণিবায়ু থাকবে না,
ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এদিকে, তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের। তীব্র শীতের সঙ্গে বাতাস আর ঘন কুয়াশার কারণে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।