এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌরসভা চত্বরে পৌরসভা ব্যাপী পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, মনিরামপুর পৌরসভার সকল মানুষ আজ ঘরে ঘরে বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে এতেই আমি আনন্দিত, তবে অবহেলা করে এই বিশুদ্ধ পানির কেউ অপচয় করবেন না।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাড: বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।