সারাদেশে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে রোজা শুরু হবে। তবে আজ শনিবার থেকে চাঁদপুরের মতলব উত্তরসহ ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন গতকাল শুক্রবার (১ এপ্রিল) তারা তারাবিহ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহেরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন। ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।

এই মতের অনুসারী মতলব উত্তরের রমিজ মিয়া জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত থেকে তারা তারাবিহ নামাজ আদায় করেন।

 

কলমকথা/ বিথী