জুনাঈদ আকন্দ, নেত্রকোণা প্রতিনিধিঃ আগাম বন্যায় হাওরের ফসল রক্ষায় ৭ কিলোমিটার অংশ স্থায়ীভাবে আগামী বছরের মধ্যেই নেত্রকোনার খালিয়াজুরী নির্মাণের উদ্যোগ বাঁধের ৭ কিলোমিটার অংশ স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

হাওরে বাঁধ পরিদর্শনে এসে জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বুধবার দুপুরে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীর কীর্তনখোলা বেরিবাদের বিভিন্ন অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন।

সময় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, আগামীতে বাঁধ নির্মাণ প্রকল্পের পিআইসি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও একাধিক কৃষকজনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে।

এসময় হাওরের বাঁধ পরিদর্শনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার,

জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলীসহ হাওর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।