খুলনায় আজ শুরু হচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস হা-শো’র সিজন সিক্সের অডিশন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দিনব্যাপী খুলনার শের-এ বাংলা রোডে শিল্পকলা একাডেমিতে অডিশন হবে।
মার্সেল হা-শো যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানের মূল পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা তুষার খান। সঞ্চালনায় থাকবেন মীরাক্কেল সিক্সের চ্যাম্পিয়ন আবু হেনা রনি।
মার্সেল হা-শো’র টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। এছাড়া অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।
অনুষ্ঠানটির পরিচালক কাজী মোহাম্মদ মোস্তফা জানান, হা-শো’র ধারাবাহিক সাফল্যের পর শুরু হচ্ছে এর ষষ্ঠ মৌসুম। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়ে নিজেকে আবিষ্কার কারার সুযোগ পাবেন তরুণ কমেডিয়ানরা।
হা-শো’র সিজন-৬ রিয়েলিটি শোতে ১ম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৫ লাখ টাকা। ২য় পুরস্কার হিসেবে থাকছে নগদ ৩ লাখ টাকা ও ৩য় পুরস্কার নগদ ২ লাখ টাকা। এছাড়া ৭ জন ফাইনালিষ্টের প্রত্যেকে পাবেন ১টি করে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর, বাদ পড়া প্রত্যেকে পাবেন মার্সেল এয়ারকন্ডিশনারের সৌজন্য গিফট হ্যাম্পার এবং প্রতিপর্বের সেরা পারর্ফার পাবেন মার্সেল ওয়াশিং মেশিনের সৌজন্য গিফট হ্যাম্পার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।