অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন্য হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) দুপুরে বেসরকারী সংস্থা ল্যাম্বের এডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্টের আয়োজনে শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার কমিটির সদস্য ও ল্যাম্পের টেকনিকেল অফিসার জয় হাসদা সহ আরও অনেকেই বক্তব্য সভায় বক্তব্য রাখেন। ওরিয়েন্টশন সভায় শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।