জোয়া ইসলাম ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল আটটায় আমতলী পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ,শিশু মেলা ও ১০৩ পাউন্ডের কেক কাটা,সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এ ছাড়াও উপজেলা পরিষদ এর আয়োজনে সকাল সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।