মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মায়ের দেয়া ভুল ওষুধ সেবনে ৩ দিনের নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সরিষা ইউনিয়নে মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি পিতা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শফিকুল ইসলাম (২৮) এর বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি গত শনিবার (১২ মার্চ) তার নানার বাড়িতে জন্মগ্রহণ করে। গতকাল তার মা তাকে ভিটামিন খাওয়াতে গিয়ে ভুলবশত তার নানার পয়জনিং এর ওষুধ খাইয়ে দেন।
পরবর্তীতে অবস্থা বেগতিক হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।