ঈশ্বরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার চরনিখলা ক্লাস্টারের উদ্যোগে উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজউল করিমের সভাপতিত্বে দেওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুয়ারা বেগম। পাইকুড়া সপ্রাবি প্রধান শিক্ষক মো. ফজলুল হক, ঈশ্বরগঞ্জ সপ্রাবি প্রধান শিক্ষক শামীম আরা বেগম ও পাইভাকুড়ি ইছব আলী সপ্রাবির প্রধান শিক্ষক কাজী শফিকুল ইসলামকে চরনিখলা ক্লাস্টারের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে এ বিদাংয় সংবর্ধনা প্রদান করার হয়।
ধামদী সপ্রাবির প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন সেলিমের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, শিরীন আকতার সুমি, নিজতুলন্দর সপ্রাবির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, চরনিখলা মডেল সপ্রাবি প্রধান শিক্ষক বাবুল কৈরী, ভাইদগাঁও সপ্রাবির প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, দত্তপাড়া সিরাক সপ্রাবির প্রধান শিক্ষক জাহানারা বেগম, দত্তপাড়া জোবেদ আলী সপ্রাবির প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, বিদায়ী প্রধান শিক্ষক শামীম আরা বেগম, ফজলুল হক ও কাজী শফিকুল ইসলাম। বিদায়ী শিক্ষকদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তোলে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।