উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, তে’ভাগা আন্দোলনের মহান নেতা, অভাগা ও দুঃখী মানুষের প্রিয় মানুষ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেনের ১৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা ও নড়াইল জেলার সীমান্তবর্তী এলাকা বাকড়ীতে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমদিন রবিবার কর্মসূচির মধ্যে রয়েছে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, শপথ পাঠ ও আলোচনা সভা।

আলোচনায় অংশ নেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নাজিম উদ্দিন, কমরেড মোফাজ্জেল হোসেন মনু ,কমরেড নজরুল ইসলাম ফিরোজ, যুব মৈত্রীর আলাউদ্দিন, মন্জুরুল আলম, ছাত্র মৈত্রীর পলাশ কুমার বিশ্বাস , স্মৃতি রক্ষা কমিটির সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, কমরেড বিপুল বিশ্বাস , কংকন পাঠক প্রমুখ।

অমল সেন স্মৃতি রক্ষা কমিটি সভাপতি এক বিবৃতিতে বলেছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছর ২ দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে।

কোভিড ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ও সরকারের বিধি নিষেধ অনুযায়ী অমল সেন মেলা ও আলোচনা সভা স্থগিত করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সংগীত ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ১০ টি স্কুলের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।