লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার মহিলা কলেজ এলাকায় ট্রাকের ধাক্কায় শাহ আলম (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত শাহ আলম ওই ইউনিয়নের মটেরপাড় এলাকার খুরকু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তুষভাণ্ডার বাজার থেকে ট্রাক্টর নিয়ে কাকিনার দিকে যাচ্ছিলেন চালক শাহ আলম।।এ সময় তুষভাণ্ডার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। চালক শাহ আলম ও তার একজন সহযোগী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা ট্রাক্টর চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।