কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিনের শাবক ভেসে এসেছে। ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে।
সোমবার সকাল ৭টায় সৈকতের ঝাউবন এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির এক সদস্য। পরে ওই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী বাচ্চু খলিফা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থের ডলফিন শাবকটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, একদিন আগে এর মৃত্যু হয়েছে। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে সৈকতে বালুচাপা দেয়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিমলিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উদ্ধারকৃত মৃত ডলফিনটির আকারে ছোট, এটা বাচ্চা পরপয়েস। চলতি মাসেই কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ও ডলফিন এলো।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, যে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে এসেছে এটি মূলত পরপয়েস প্রজাতির একটি বাচ্চা ডলফিন। এটির স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।