প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর অবশেষে খানসামা থানা পুলিশের জালে ধরা পড়েছে জিনের কথিত বাদশা মো. মুক্তার হোসেন (২৭)। সে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার গোসাইপুর চরপাড়ার তবিবুর রহমানের ছেলে।
রবিবার (২০ নভেম্বর) রাত ৩ ঘটিকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় খানসামা থানা পুলিশ।
জানা গেছে, সে ৪/৫ বছর ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত ৮ আগস্ট ২০২১ তারিখে খানসামা থানায় ৪০৬ ও ৪২০ ধারায় ৬ লক্ষ ৭০ হাজার টাকার মামলা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
খানসামা থানার সাব-ইন্সপেক্টর শামীম মিয়া বলেন, মামলার বাদীর অভিযোগে কথিত জিনের বাদশার মোবাইল নাম্বারের বিকাশ হিসাব বিবরণী সংগ্রহ করে আসামিকে শনাক্ত করা হয়।
শনাক্তকারী কথিত জিনের বাদশা আসামি মো. মুক্তার কে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তা রাত ভর অভিযান চালিয়ে আটক করি। আসামির নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ সিমসহ মোবাইল সেট উদ্ধার করি।
তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের প্রতারক যদি কাউকে ফোন দেয়, কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। সবাই সতর্ক থাকবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।