দিনাজপুরের খানসামায় আনসার ও ভিডিপিতে একজনের পদোন্নতি এবং আরেক জনের বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী বুধবার দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিস রুমে আনসার ও ভিডিপির সকল ইউনিটের সদস্যদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, একটানা ৩ বছর ৭ মাস ধরে খানসামা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রুবেল ইসলাম সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছে কিন্তু এবার তাকে ঠাকুরগাঁও জেলা আনসার ও ব্যাটলিয়ান ১১ অফিসার হিসেবে বদলী করা হয়েছে; এবং একই সাথে এই উপজেলায় আরেক আনসার ও ভিডিপির নারী ইউ,আইও সদস্য বেগম হাকিমুন নাহার দীর্ঘদিন থেকে সুনামের সাথে কৃতিত্ব অর্জন করায় অবশেষে তার কাজের স্বীকৃতি হিসেবে পদোন্নতি পেয়ে রংপুর জেলার বদর গঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির উপজেলা অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার কমান্ডার রস্তম আলীসহ ইউনিয়ন দলনেতা জাহিরুল ইসলাম, মামুন,মাহবুবুর রহমান,সাজ্জাদ হোসেন, ও ছাদেকুল ইসলাম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।