ডা:আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরুস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  ড. পলাশ সরকারে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল, রাজশাহীর মোঃ শামছুল ওয়াদুদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল,
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ মাসুদ আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চাঁপাইনবাবগঞ্জ মোসাঃ রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বুলবুল আহমেদ,  ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী ও গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।
উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর তিন উপজেলার প্রায় শতাধিক সফল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন।
এতে সফল তেল জাতীয় ফসলের উৎপাদন কারী কৃষক ও কৃষাণী মধ্যে থেকে ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।