চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে এসে সিরিয়াল নিয়ে ক্রেতাদের মধ্যে মারামারি-চুলাচুলির ঘটনা ঘটেছে। জানা গেছে প্রায় প্রতিদিনই এমন ঘটনা দেখা যায়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত নগরের জামানখান এলাকায় টিসিবি’র পণ্যের অপেক্ষায় ছিলেন মাজেদা বেগম। ৩ ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতো টিসিবি’র পণ্যের জন্য রাস্তার পাশে কেউ বসে,

আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। গাড়ি আসার পর হুমড়ি খেয়ে পড়েন সবাই। আগে পণ্য নিতে গিয়ে মারামারিতে জড়ান কয়েকজন নারী। রফিক আহমেদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, জামালখানের আশপাশ এলাকার দোকানদাররাও এখান থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রি করছে। তাদের জন্য সাধারণ মানুষ পণ্য কিনতে পারছে না।

শুধু জামালখানে নয়, দুই নাম্বার গেইট, আন্দরকিল্লা মোড়, কোতোয়ালী মোড়, আগ্রাবাদ, বহদ্দারহাটসহ প্রায় সবকটি স্পটেই চলছে এমন অব্যবস্থাপনা। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা কঠোর হবো’।

 

কলমকথা/বি সুলতানা