চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দগ্ধ দুই জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরো জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে গেছে। বাসার বিভিন্ন আসবাব ও লেপ-তোষকও পুড়ে গেছে।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।