চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁনের (৫৮) ফেসবুক লাইভে এসে করা আত্নহত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ৬ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিডিওটি গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রাজধানী ধানমন্ডির ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান।

গত ২;ফেব্রুয়ারি রাতে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পোশাক শিল্পের এই কাঁচামাল ব্যবসায়ী।