চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁনের (৫৮) ফেসবুক লাইভে এসে করা আত্নহত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ৬ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিডিওটি গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রাজধানী ধানমন্ডির ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান।
গত ২;ফেব্রুয়ারি রাতে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পোশাক শিল্পের এই কাঁচামাল ব্যবসায়ী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।