মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। আজকের এই দিনে বাঙ্গালী জাতি হারিয়েছে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের, আরো হারিয়েছে চোট্ট শিশু রাসেল কে। সেই রাসেল এর নামকরণে তারই বড়বোন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ সংগঠন প্রতিষ্ঠা করেন।
আজ বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখার নির্দেশে উপজেলার সকল ইউনিট ওয়ার্ড এ রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন ও কালো ব্যাচ ধারণ করা হয়। আজ সকালে শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্হবক অর্পণ, নিরবতা পালন ও দোয়া প্রার্থনা করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর আহবায়ক আল-সাবাহ রিদয়, যুগ্ম-আহবায়ক মোত্তাহিদ ইসলাম মারজান, সদস্য সচিব নেয়ামত শরিফ প্রতিক সহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।