উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান বিষয়টি জানিয়েছেন।

ইমতিয়াজ হাসান বলেন, ‘বাবাকে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। আরও উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হলে তাকে সেখানেও নেওয়া হবে।’