ডা. আজাদ খান, ব্যুরো প্রধান (ময়মনসিংহ): জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্দোগে উপ পরিচালক রাজু আহম্মেদ, ফারুক মিয়া, শহর সমাজ সেবা কর্মকর্তা, জামালপুর, মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ও সভাপতি এডাব, জামালপুর এর উপস্থিতিতে জামালপুর শহরের গেইট পাড় এলাকার ভিক্ষুক গিয়াস উদ্দিন কে সমাজের ঘৃণিত কাজ ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনের লক্ষ্যে একটি চা-এর দোকানের যাবতীয় মালামাল প্রদান করা হয়।
এ পুনর্বাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করেন আমজাদ আলী, সভাপতি, প্রতিবন্ধী সেবা সংস্থা, জামালপুর।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, রাজু আহম্মেদ সহ সমাজ সেবার সকল কর্মকর্তা ও কর্মারীদের উপস্থিতিতে চা দোকানের যাবতীয় মালামাল প্রদান করা হয়।
সকলেই এ পুনর্বাসন কর্মসূচির সফলতা কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।