মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। এতে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার, থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও ¯’ানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।