দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব সম্পাদিত ‘টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনেএ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রৌফ রিপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, জেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্বা এডভোকেট গোলাম মোস্তফা মিঞা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মহব্বত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর উপজেলা কমান্ড মোঃ সুজায়েত হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।