নিজস্ব প্রতিনিধি: বোনকে টিকা দিতে নিয়ে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন ভাই। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলীতে।
জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ কপ্লেক্সে চলছে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। তাই প্রতিদিনই টিকা নিতে হাজির হন হাজারও শিক্ষার্থীরা। তেমনই আব্দুল্লাহ আল নোমান নামের এক কলেজ পড়ুয়া ছাত্র তার ছোট বোনকে টিকা দিতে হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে উঠতে না উঠতেই কারণ ছাড়া কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন তিনি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নোমান জানান, আমি আজ সকালে ছোট বোনকে টিকা দেয়ার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় যাচ্ছিলাম। পথিমধ্যে হঠাৎ কিশোর গ্যাংয়ের কিছু সদস্যরা আমার ওপর আক্রমণ করে। তারা আমার গলায় রশি বেধেঁ ফাশ দিয়ে কিল ঘুষি মারতে থাকে। আমার ছোট বোন আমাকে ছাড়াতে এলে তাঁকে ও লাঞ্চিত করে তারা।
নোমানের বক্তব্যনুযায়ী কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন রোমান, শুভ, শাহিন, মুন্না ও মাহিম সহ প্রায় ১২ থেকে ১৫ জনের একটা সংঘবদ্ধ দল। পূর্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল নোমানকে কারণ ছাড়া কিলঘুষি এবং গলায় রশি বেধে বেধরক মারতে থাকে। শিক্ষক ও ছাত্রদের সামনে প্রকাশ্যে এভাবে মারধর করার পরও কেউ এগিয়ে আসেনি। পরে ভুক্তভোগীর ডাক চিৎকারে কিশোরগ্যাংয়ের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। এরপর আহত নোমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।