ডা. আজাদ খান,ব্যুরো চিফ (ময়মনসিংহ): শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিস সভাকক্ষে সোমবার (২৬ জুন) সকাল ১১.৩০ মিনিট ১০ জন দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর নারীদের ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্যে প্রশিক্ষন শেষে অফেরতযোগ্য ৫০০০/- করে সহায়তা প্রদান করা হয়েছে।

শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর বাস্তবায়নে এই চেক বিতরনে সহায়তা করেন নাগরিক প্লাটফর্ম নাগরিক উদ্যোগ।

আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের পরিকল্পনা ও সঞ্চালনায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্ম কর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আরিফুর রহমান সবুজ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হামিদুর রহমান এবং বন কর্মকর্তা, আব্দুর রাজ্জাক।

অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নের সঠিক কাজে এই মূলধন ব্যবহার করার ওপর দিকনির্দেশনা প্রদান করেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস।