ডা. আজাদ খান,ব্যুরো প্রধান(ময়মনসিংহ): শেরপুরে দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর সদস্যদের সাথে স্থানীয় সরকার প্রতিনিধিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ মে সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগীতায় সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন।

উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন গ্রামের প্রায় ৪০ জন দলিত প্রতিনিধি অংশ গ্রহন করেন।
এ সময় দলিত প্রতিনিধিরা তাদের বক্তব্যে সরকারী বিভিন্ন সুযোগসুবিধা বঞ্চিত দলিতদের দাবীগুলো তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক অংশীদার হয়ে হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জনাব সুমন্ত বর্মন আইপি ফেলো-আইইডি শেরপুর, প্রকল্পের পরিকল্পনা গ্রহন ও সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস। সভায় আরও উপস্থিত ছিলেন রবিদাস প্র্রতিনিধি বাবু মিলন রাম রবিদাস, মুক্তা হরিজন, পিংকি হরিজন প্রমুখ।