নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর রানীনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে একটি ভবনে সম্মেলনের ভোটগ্রহণ চলাকালীন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপির সম্মেলনে হামলা চালিয়ে মোটরসাইকেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
এ সময় তারা ব্যালট ছিনিয়ে নিয়ে এবং ব্যালট বাক্স ভাঙচুর করে নির্বাচন বানচাল করেছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে ঘটনার সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে একটি ভবনে সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ চলছিল। বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির সম্মেলন কেন্দ্রে ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়।
রানীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সুষ্ঠুভাবে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলনের ভোটগ্রহণ চলছিল। সম্মেলন চলাকালীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা আকস্মিকভাবে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এবং সম্মেলন কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ও ১শটি চেয়ার এবং কয়েকটি টেবিল ভাঙচুর করাসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ইউনিয়ন বিএনপির নির্বাচন বানচাল করে। এছাড়া পোস্টার ব্যানার ছিয়ে ফেলেন। এ ঘটনায় বিএনপির ১০ জন নেতাকর্মীকে লাঠিসোটা দিয়ে মারপিট করে আহত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হামলা করেনি। তাদের নির্বাচনকে কেন্দ্র করে নিজেরাই মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি।
রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।