নাটোর শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির দুই ঘণ্টা পর সবুজ আহমেদ (২১) নামে মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। মৃত সবুজ আহমেদ শহরের ভবানীগঞ্জ মহল্লার জাঙ্গাঙ্গীর আলমের ছেলে।
রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি অতিরিক্ত মদপানে অসুস্থ অবস্থায় রিহাব কেন্দ্রে আসেন। তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত রাত ৯টার দিকে সবুজ আহমেদ মাদকাসক্ত অবস্থায় সবুজকে শহরের হরিশপুর এলাকায় নাটোর রিহ্যাব সেন্টার নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। অতিরিক্ত বা বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কিভাবে যুবকের মৃত্যু হয়েছে তা জানার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনসুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।