বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া বৃহস্প্রতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে টলিতে করে মাটি টানার সময় নিজের টলির চাপায় নিজের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম ইমামুল বিশ্বাস (২৫)। সে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। পেশায় টলি চালক।

জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া টলি যোগে মাটির কাঁচা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় টলির চাকা মাটিতে ডেবে যাওয়ায়। টলির ইঞ্জিন উল্টে টলির বডির সাথে চালক ইমামুল বিশ্বাস চাঁপা খেয়ে মুখমন্ডল থেতলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় সেলাহাটি রেল গেট নামক স্থানে পৌঁছালে সে মারা যায়।

বোয়ালমারী থানার এসআই আক্কাচ আলী বলেন, দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়ছি। পরউর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে লাশের ময়না তদন্তের বিষয়।

প্রসঙ্গগত, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে মাটি বিভিন্ন ইটভাটা নেওয়া এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। টলির দাপটে ছোট বড় শিক্ষার্থীরা, পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠলে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনকে জানালে প্রশাসন চুপ থাকছেন।