প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বাঁধার খবর এখন খুব একটা নতুন নয়। তবে নতুন খবর হলো, ফিলিপাইন থেকে আসা তেমনই এক নারী এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছিনিয়ে এনেছেন জয়ের মালা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নে এখন সবার মুখে মুখে ফিলিপাইন থেকে আসা জীন ক্যাটামিন পেট্রিয়াকার নাম।
১০ বছর আগে প্রেমের টানে এসেছিলেন বাংলাদেশে। সংসার পাতেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে একটি গ্রামে। পোশাকে-আশাকে পুরোদস্তুর বাঙালি তিনি। শুধু ভালোমতো আয়ত্ব করতে পারেননি বাংলা ভাষাটা।
পেট্রিয়াকা বাংলাদেশে তার নতুন পরিবারে তো বটেই মিশে গেছেন এলাকার লোকজনের সাথেও। এবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হয়েছিলেন প্রার্থী। প্রথমবারই পেট্রিয়াকা করেছেন বাজিমাত।
তার প্রতিদ্বন্দ্বী যেখানে পেয়েছেন দুই হাজারেরও কম ভোট সেখানে মাইক প্রতীক নিয়ে সাড়ে চার হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আশপাশের মানুষ আর ভোটারদের ভালোবাসায় আপ্লুত নির্বাচিত এই ইউপি সদস্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।