কেএম জহুরুল হক জনি (গাইবান্ধা) প্রতি‌নি‌ধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সরকার কে আধু‌নিক এবং গতিশীল করার লক্ষ্যে ফুলছ‌ড়িতে তিন দিনব্যাপী ইউ‌নিয়ন প‌রিষদ মৌলিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৬-ফেব্রুয়ারী সোমবার শুরু হয়েছে।

জা‌তীয় স্থানীয় সরকার ইন‌স্টি‌টিউড ( এনআইএল‌জি ) এর আয়োজন ২০২২- ২৩ অর্থ বছরের ফুলছড়ি উপজেলা কৃ‌ষি অ‌ফিস সভাকক্ষ‌ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হ‌য়। ফুলছ‌ড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৬ ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।

তিন দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করবেন। ফুলছ‌ড়িতে মোট ৭ টি ইউ‌নিয়ন এর মধ‌্যে ৬ছয়টি ইউ‌নিয়নের মোট ৬ জন চেয়ারম‌্যান ৫৪ জন সদস‌্য, ১৮ সংরক্ষ‌িত ম‌হিলা সদস‌্য, ৬ জন স‌চিব প্রশ‌িক্ষণে অংশ গ্রহন কর‌ছেন । ৭নং ফজলুপুর ইউ‌নিয়নের নির্বাচ‌নী তফ‌সিল ঘোষনা হওয়ায় বাদ পরছে ঐ ইউনিয়ন।

অনুষ্ঠানে ফুলছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব‌্য প্রদান ক‌রেন মোঃ শ‌রিফুল ইসলাম (উপ-প‌রিচালক স্থানীয় সরকার গাইবান্ধা)। এসময় উপস্থিত ছিলেন এনআইএল‌জি প্রতি‌নি‌ধি মোঃ আবু হাসে‌মি । ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ।