ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল পেমেন্ট ইকো সিস্টেম এর মাধ্যমে ভর্তি ফি,টিউশন ফি ও অন্যান্য চার্জ জমাকরণ সংক্রান্ত বিষয়ে মুক্তিযোদ্ধা বিজ্ঞান প্রযুক্তি কলেজ এর ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সকাল ১১দিকে ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ফুয়াদ, মুক্তিযোদ্ধা বিজ্ঞান প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ইনঞ্জিনিয়ার নূর মোহামদ,ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন মোঃ শফিকুল ইসলাম,সিনিয়র অফিসার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিজ্ঞান প্রযুক্তি কলেজের ইনঞ্জিনিয়ার, চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (টেক্সটাইল) নিয়াজ মোর্শেদ, ইনঞ্জিনিয়ার ইন্সট্রাক্টর ও পরিক্ষা নিয়ন্ত্রক আল আমিন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।