ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় রাশেদা খাতুন বিদ্যানিকেতনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে ফিতা কেটে অতিথি’রা পিঠা উৎসব উদ্বোধন করেন। রাশেদা খাতুন বিদ্যানিকেতনে আয়োজনে সকাল থেকে পিঠা উৎসবে শিক্ষার্থীদের উচ্ছাসে মূখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গন।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বকশীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আফসার আলী, সিনিয়র সহ সভাপতি ছামিরুননেছা প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক জাকিউর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও রাশেদা খাতুন বিদ্যানিকেতনে পরিচালক ইঞ্জিনিয়ার রাসেল সরকার, কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন, ফারাজী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমূখ। পরে পিঠা উৎসব পরিদর্শন ও পিঠার স্বাদ গ্রহণ করেন অতিথিরা।
পিঠা উৎসবে প্রতিটি স্টলে ঐতিহ্যবাহী পিঠার মধ্যে রয়েছে জামাই পিঠা, বিবি খানা,চালতা পাতা, গোলাপ পিঠা, মালপোয়া, তালের পিঠা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা,পাটিসাপটা,দুধ পুলি,সহ অসংখ্য পিঠার আয়োজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।