রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ যাত্রীবাহী বাস ও ইজিবাইক চালক-শ্রমিকদের সংঘর্ষে বরগুনা-নিয়ামতি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।
শুক্রবার (১৪ জানুয়ারি) জেলা বাসমালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকালে মহাসড়কে অবৈধ ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও মাহেন্দ্র চলাচল না করার জন্য অনুরোধ করি। অনুরোধ না শুনে তারা বরগুনা-নিয়ামতি সড়কের বিভিন্ন স্থানে পাঁচটি বাস ভাঙচুর করে বাসচালকসহ ১৫ জন শ্রমিককে আহত করে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।’
বরগুনা-নিয়ামতি সড়কের ইজিবাইক চালক-মালিক সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান বশির বলেন, ‘আমাদের অন্তত ১০ জন চালক আহত হয়েছে। যাত্রীদের নামিয়ে দিয়ে অনেকগুলো অটোরিকশায় হামলা করেছে। তারপরও আমাদের অটো চলাচল করছে।
বরগুনা জেলা বাসমালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সগির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও মাহেন্দ্র চলাচল নিষেধের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করে আসছি। আমাদের কোটি কোটি টাকার ব্যবসায় এদের কারণে ধস নেমে এসেছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আমরা এদের ঠেকানোর পথ অবলম্বন করছি।’
বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সুরাহার জন্য উভয়পক্ষের সঙ্গে কথা চলছে। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।