মেলান্দহ বাগবাড়ী পুকুর থেকে অটো মরগাঙ্গী বিলে থেকে চালকের লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ ।
রবিবার (১২মার্চ) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী মজসিদে মুসুল্লিরা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় সুরুজজামানের পুকুরে একটি অটো পড়ে আছে দেকতে পায়, পরে লোকজন দেখে বিভিন্ন ভাবে খবরাখবর হয়, পরে তার পরিবার বাগবাড়ী পুকুরে নাজমুলের অটো সনাক্ত করে।
নাজমুলের পরিবার ও স্বজনরা জানান, নাজমুল সন্ধ্যার পরে রিজার্ভ ভাড়া নিয়ে যাবে বলে বাড়ি থেকে বের হয়,বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়িতে না গেলে রাতভর খোজাখুজি করে না পেয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কে জানানো হলে তাৎক্ষণিক এসআই প্রভাষসহ সংগীয় ফোর্স হাফিজুল ইসলাম কে তদন্ত করার জন্য পাঠিয়ে দেন, তারা এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুকুর থেকে অটো উদ্ধার করে এবং তল্লাশী করে মরগাঙ্গী বিলে থেকে চালকের লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ ।
অটো চালক হত্যার রহস্য উদঘাটনে আমিনুল ইসলাম (৩০)নামে আটক করেছে পুলিশ। আটক কৃত আমিনুল ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নুরিছলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, মেলান্দহ থানার ভারপাপ্ত অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।