আজম খান, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কাযার্লয়ের সামনে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রনজিৎ কুমার রায় এমপি। বক্তব্য রাখেন পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,আমিনুর রহমান সরদার, আসাদুজ্জামান মিন্টু, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন , জুলফিক্কার আলী জুলাই প্রমুখ।

যশোর-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে বাঘারপাড়ায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা উৎসব ও আলোচনা সভা।

আলোচনা সভার একঘন্টা আগে থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। এ সময় মঞ্চে থাকা নেতৃবৃন্দ তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানান। এদিন বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। এতে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ,মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউআুস আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাঘারপাড়া উপজেলা শাখার উপদেষ্টা সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ পলাশ, আব্দুল কাদের, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের উল্লেখসংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কেক কাটার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। এদিন দুপুরে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। বক্তব্য রাখেন বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল , নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান চিশতী ,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা এস এম আফজাল হোসেন সঞ্জীব, ছাত্রলীগ নেতা আফিকুজ্জামান লাল্টু, রেজওয়ান হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন সাবেক অতিরিক্ত সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

সকালে পৌর সভার রাই-কমল ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা একিন উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা স্বপন অধিকারী ।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ালীগের আয়োজনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এদিন বিকালে ধলগ্রাম রাস্তার মোড়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি সদস্য সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ গাইনী বিশেষজ্ঞ প্রফেসর ডা: নিকুঞ্জ বিহারি গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতিয়ার রহমান, মোনায়েম হোসেন, রেজাউল ইসলাম খন্দকার, সোলায়মান, মাসুম বিশ্বাস, বাবু চিন্ময় ভৌমিক, শেখ শাহাবুদ্দিন, মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভীন, রিপ্না বিশ্বাস,আনোয়ারা বেগম। আলোচনা সভা শেষে অসহায় গরীব দুস্থদের মাঝে খাবার বিতারণ করা হয়।