আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনিমিত মাধ্যমে বাঘা উপজেলাতে শোক দিবস পালিত ।আজ বাংলাদেশের জাতীয় শোক দিবস,ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি। ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা।
বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত রবিবার(১৫ আগস্ট ২১) দিনের শুরুতে উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনিমিত মাধ্যমে শোক দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃলায়েব উদ্দিন লাভলু, নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,অফিসার ইন-চার্জ(ওসি) সাজ্জাদ হোসেন,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।
বাঘা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিনের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে শোক দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির,আওয়ামী লীগ সদস্য মাসুদ রানা তিলু, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সৈনিক লীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে উপজেলার আড়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শাহিদুজ্জামান শহীদ ও প্রধান শিক্ষিকা মোসাঃ নার্গিস খাতুন শিশুদের বঙ্গবন্ধু চিত্রায়ংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্টানে পুরুস্কার বিতরণ করেন।
আড়ানী এরশাদ আলী মহিলা কলেজে সভাপতি শাহিদুজ্জামান ও অধ্যক্ষ সাহাবাজ সহ সকল প্রভাষক ও স্টাফ শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা ও দোয়া করেন। আড়ানী ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য শাহিদুজ্জামান শহীদ ও অধ্যক্ষ শামসুদ্দিন শেখ এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক মন্ডলীসহ শোক দিবসে আলোচনাসভা ও বঙ্গবন্ধু সকল শহিদদের স্বরণে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আড়ানী পৌর আওয়ামীলীগ এর সভাপতি শাহিদুজ্জামান শহিদ। গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান আনিস ও ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে স্থানীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের স্তবক অর্পনসহ দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।