ডা. আজাদ খান,ব্যুরো চিফ ময়মনসিংহ: বুধবার (৬ নভেম্বর/২৪ ইং) সকালে ব্ঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুর মেলান্দহে “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প-এর অর্থায়নে এবং ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-এর আয়োজনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপাচার্য,ব্ঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: হুমায়ন কবির, চেয়ারম্যান সিএসই (বশেফমুবিপ্রবি), ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ফিশারিজ বিভাগ (বশেফমুবিপ্রবি), ড. মো: রাশিদুল ইসলাম,সহকারী অধ্যাপক, ইইই বিভাগ (বশেফমুবিপ্রবি)।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. মন্জুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কমকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, জামালপুর।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন- মো: সাদেকুর রহমান, ডিপার্টমেন্ট অফ সিএসই।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ মোঃ নুরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, জামালপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ মোহাম্মদ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপি, ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর।
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় ব্ঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)- এর চার শতাধিক (৪০০+) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি গ্রুপ “লাভজনক ফসল উৎপাদন প্রকল্পের জন্য ফার্ম মেশিনারি টেকনোলজি ডেভেলপমেন্ট (এফএমডিপি) এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুর” এর আয়োজনে এগ্রি মেকানাইজেশন আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রযুক্তির উপস্থাপন করে।
অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় নির্বাচন করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।